তিন খান কে একত্রে বড় পর্দায় দেখা কি সম্ভব?
উক্ত প্রশ্নে ফারাহ আর বলেন ” খোদ সৃষ্টিকর্তা ও তিন খান কে একত্রে আনতে পারবে না”।
ইন্ডিয়া টাইমস এর ই এক ইন্টারভিউ তে শাহরুখ তিন খানের একত্রে মুভি করার সম্ভাব্যতার প্রশ্নের উত্তরে বলেছিলেন ” অবশ্যই সম্ভব যদি সঠিক স্ক্রিপ্ট পাওয়া যায়। যেখানে তিনজনের রোল এক সমান হবে এবং প্রত্যেকেই সমান গুরুত্ব পাবে।” উদাহরণস্বরূপ তিনি ১৯৮৪ সালের হলিউড মুভি Ghostbusters এর কথা বলেন।
ফিল্মমেকার করন জোহার এমন এক প্রশ্নের উত্তরে সারকাস্টিক ভাবেই হয়তো বলেছিলেন ” তিন খান কে একত্রে কাস্ট করার মত অর্থ আমার নেই”.
কথাটা হাস্যকর লাগলেও বাস্তব। তিন খান কে একত্রে কাস্ট করা মানে বিশাল বাজেটের ব্যাপার। এমন হাই স্কেলে মুভি বানানো মানে ফিল্মমেকিং এই বিশাল খরচ, তার উপর তিন জন কে একই রকম পারিশ্রমিক দেয়া আবার সেই স্কেলে মারকেটিং খরচ এক কথায় এলাহি কান্ড৷ সবচেয়ে প্রশ্ন তিন খানকেই সমান চরিত্রে গুরুত্ব দেয়া।
রিসেন্টলি ট্রিপল আর দেখে কেন জানি মনে হলো একমাত্র রাজামৌলি তিন খানকে নিয়ে সিনেমা তৈরি করলে হয়তো সমান গুরুত্ব দিতে পারবেন। ট্রিপল আর সিনেমায় রাম চরণ এবং এনটিআরকে দুজনকেই সমান গুরুত্ব দিয়েছেন পরিচালক। যদিও কিছু কিছু জায়গায় রামচরন কে একটু এগিয়ে রাখবো চরিত্রের দিক থেকে। এই একটু কমবেশি থাকবেই।
দেখা যাক ভবিষ্যৎ এ তিন খানকে নিয়ে কোন পরিচালক সিনেমা তৈরি করেন? আর কেমন হয় সেই সিনেমা?
আপনার কি মনে হয়?