১৯৯৯ সালে মুক্তি পায় টিম বার্টন পরিচালিত এবং জনি ডেপ অভিনীত সিনেমা “স্লিপি হলো”, মুভিটিতে ডেপের চরিত্রটি যে ঘোড়া ব্যবহার করে তার নাম গোল্ডেনআই। ঘোড়াটি ছিলো বার্ধক্যে আক্রান্ত এবং এক চোখে অন্ধ। যেহেতু এমন অবস্থায় ঘোড়াটির দায়িত্ব নেয়ার মতো আগ্রহী কাউকে পাওয়া যায়নি- তাই তাকে কষ্ট দিয়ে বাঁচিয়ে না রেখে, মেরে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।
ব্যাপারটি জানার পর, জনি ডেপ আমরণ ঘোড়াটিকে দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন। ছবিতে স্লিপি হোলো’র একটি দৃশ্যে গোল্ডেনআই এবং জনি ডেপকে একসাথে দেখা যাচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে চাইলে, গুগল করে নিতে পারেন।
বলা হয়ে থাকে- How someone treats animals and the vulnerable, says a lot about the person 💓