যুক্তরাষ্ট্র-কানাডার ১৬ মাল্টিপ্লেক্সে ‘ঊনপঞ্চাশ বাতাস’

173

গেল বছর ২০ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। এক বছরের মাথায় সিনেমাটি এবার যুক্তরাষ্ট্র ও কানাডার ১৬টি মূলধারার মাল্টিপ্লেক্সে একযোগে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে।

শুক্রবার (১৯ নভেম্বর) থেকে উত্তর আমেরিকার এ দুটি দেশের দর্শক দেখতে পাবেন ‘ঊনপঞ্চাশ বাতাস’। এরমধ্যে টাইমস স্কয়ারের ফ্ল্যাগশিপ থিয়েটারও আছে। চমকপ্রদ এই খবরটি জানিয়েছেন বাংলাদেশী সিনেমার বিশ্ব পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো’র কর্ণধার মোহাম্মদ অলিউল্লাহ সজীব।
উত্তর আমেরিকায় এমন রেকর্ড মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল । তিনি বলেন, ‘আমরা একটি ভালো চলচ্চিত্র বানানোর চেষ্টা করেছি। স্বপ্ন স্কেয়ারক্রো সেটিকে উত্তর আমেরিকা তথা পৃথিবীর সেরা সব থিয়েটারে অনেক বড় পরিসরে মুক্তি দিচ্ছে। এবার দর্শকদের পালা। তারা যদি দলে দলে থিয়েটারে যান তাহলে বিশ্ববাজারে বাংলাদেশী সিনেমার অগ্রযাত্রা সময়ের ব্যাপার মাত্র।’