গতকাল ২৪ আগস্ট নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন। ওয়াহিদ লেখেন, ‘আমি সবসময়ই ‘স্পাইডার ম্যান’র ভক্ত৷ আমার দেখা প্রথম সুপারহিরো বলেই নয়, ‘স্পাইডার ম্যান’র সব কিছুই আমার ভালো লাগে। ইচ্ছে ছিল কাজ করার। সেটা পূরণ হতে যাচ্ছে।
‘স্পাইডার ম্যান’র ডিজিটাল প্রডাকশন ম্যানেজার হিসেবে গত তিন মাস ধরে এতে কাজ করেছি। এটা আমার জন্য খুবই গর্বের। অসাধারণ অভিজ্ঞতাও।’
এই স্ট্যাটাসের নিচে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন ওয়াহিদকে।
ওয়াহিদ বর্তমানে নামজাদা প্রতিষ্ঠান ডিজিটাল ডোমেইনে কর্মরত আছেন। হলিউডের সুপার হিরোদের পেছনের কারিগর বলা হয় তাকে। ভিজ্যুয়াল ইফেক্টস, প্রডাকশন, ডিজিটাল, ভাষা কোচসহ নানাভাবে যুক্ত থাকছেন হলিউডের ছবির সঙ্গে। সর্বশেষ তিনি ‘এক্সট্রাকশন’ সিনেমার ভাষা কোচ ছিলেন।