ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা

212

সি বি এস-এর শো ‘দ্য অ্যাকটিভিস্ট’-এ যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরই মধ্যে শো-এর বিষয়বস্তু নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আর এবার তাই ‘দ্য অ্যাকটিভিস্ট’-এ যোগ দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিলেন প্রিয়াঙ্কা। তাঁর মতে, শো নিয়ে চলা লাগাতার সমালোচনা তাঁকে ভুল বুঝতে সাহায্য করেছে। শো-এর ফর্ম্যাট যে ভুল ছিল তাও স্বীকার করে নিয়েছেন পিগি চোপস।শো-এ তিনি অংশ নেওয়ায় অনেকে হতাশ হয়েছেন, তাঁদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন দেশি গার্ল।