৭৪তম কান চলচ্চিত্র উৎসবে ‘আঁ সার্তে রিগা’ বিভাগের পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো- ১. সেরা চলচ্চিত্র- আনক্লেনসিং দ্য ফিস্টস, নির্মাতা কিরা কোভালেনকো, রাশিয়া ২. সেরা অভিনয় (সম্মিলিত)- গুড মাদার, নির্মাতা হাফসিয়া হার্জি, ফ্রান্স ৩. স্পেশাল মেনশন- প্রেয়ারস ফর দ্য স্টোলেন, নির্মাতা তাতিয়ানা হয়েসো, মেক্সিকো ৪. প্রাইজ ফর কারেজ- লা সিভিল, নির্মাতা তেওদোরা আনা মিহাই , রোমানিয়া ৫. প্রাইজ ফর অরিজিনালিটি- ল্যাম্ব, নির্মাতা ভালদিমার ইওহানসন, আইসল্যান্ড ৬. জুরি প্রাইজ- গ্রেট ফ্রিডম, নির্মাতা সেবাস্টিয়ান মায়েস, অস্ট্রিয়া উল্লেখ্য ‘আঁ সার্তে রিগা’ বিভাগের ২০টি চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশ থেকে ছিল আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি। এই বিভাগের ৬টি পুরস্কারের একটিও আসেনি বাংলাদেশের ভাগ্যে। কানের অফিসিয়াল সিলেকশনের ইতিহাসে ‘রেহানা মরিয়ম নূর’ বাংলাদেশের প্রথম ছবি। ছবিটির নীল রঙ, চিত্রগ্রহণ, শব্দ, নতুন ঢঙের পরিচালনা এবং বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক ও মায়ের চরিত্রে বাঁধনের দারুণ অভিনয় মিলিয়ে পুরস্কারপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছিলো। আশা ভঙ্গ হলেও কান উৎসবে অফিসিয়াল সিলেকশান পাওয়া বাংলাদেশ থেকে প্রথম ছবি হিসেবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ এখন ইতিহাসের অংশ।