প্রথমবারের মতো টেলিফিল্মে তোরসা

201

প্রথমবারের মতো টেলিফিল্মে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯ বিজয়ী রাফাহ নানজীবা তোরসা। রণাঙ্গন প্রোডাকশনসের ব্যানারে ফরিদ উদ্দিন মোহাম্মদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় আসন্ন ঈদ উপলক্ষ্যে নির্মিত টেলিফিল্মটির নাম ‘স্বপ্ন তোমার জন্য’।

প্রথমবার টেলিফিল্মে অভিনয় করা প্রসঙ্গে তোরসা বলেন,আমি এত দিন স্টিলে কাজ করেছি, মোশানে একটু সিলেক্টিভ পথে যেতে চাচ্ছি। নাটক, সিনেমা কিংবা টেলিফিল্মের প্রস্তাব আসে, কিন্তু আমি আমার জায়গা থেকে একটু ভিন্ন চরিত্রে কাজ করতে চাই। এটা একটি রোমান্টিক কমেডি, আমি অভিনয় করেছি জেরিন চরিত্রে। যেটা আমার সঙ্গে যায়; কারণ, আমি আমার কাজের মাধ্যমে বার্তা দিতে চাই।’