কিম কি দুক পরিচালিত মুভি The Net এর রিভিউ

325

The Net (2016) Freedom Does Not Guarantee Happiness…বলছিলাম প্রয়াত পরিচালক কিম কি দুক পরিচালিত মুভি The Net এর কথা। এই পরিচালকের প্রত্যেকটা মুভি ছিল একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শকদের জন্য। তার পরিচালিত শেষ মুভি দেখেছিলাম Human, Space, Time and Human. অন্যান্য মুভির মত এটাও বোল্ড ছিল। যার কারনে অনেকেই মুভিটি নিতে পারে নাই। অবশ্য কিম কি দুকের মুভিতে বোল্ড কিছু থাকাটা নতুন কিছু না। The Net মুভিতেও তার ব্যতিক্রম হয়নি। মুভির গল্পটা Nam Chul Wu নামের ফিশারম্যান কে নিয়ে। নর্থ কোরিয়ার বর্ডার সংলগ্ন নদীতে মাছ ধরেই সে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনকার মত মাছ ধরতে গিয়ে দুর্ঘটনাবশত সাউথ কোরিয়ার বর্ডারে প্রবেশ করে ফেলে। সাথে সাথেই তাকে স্পাই সন্দেহে অ্যারেস্ট করা হয়। শুরু হয়ে যায় জিজ্ঞাসাবাদ। এরপর থেকে নিজেরা দেখে নিবেন। সিনেমাটোগ্রাফি, মুখ্য চরিত্রের অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাটমোস্ফিয়ার, স্ক্রিনপ্লে ইত্যাদি বেশ ভাল লেগেছে। স্টরি এবং স্টরিটেলিং ছিল গোছানো। যা কিছু উপস্থাপন করা হয়েছে সেটা আহামরি কিছু না হলেও বাস্তব সত্য থেকে কোন অংশে কম ছিল না। একটা দৃশ্য দেখে একদম বুদ হয়েছিলাম। ঐ দৃশ্য যেমন ছিল ইমোশনাল তেমনি ছিল যে কারো বিবেক কে নাড়া দেওয়ার মত। বরাবরের মত কিম কি দুক তার এই মুভিতে ও হিউম্যান ন্যাচার কে বেশ ভালোভাবেই এক্সপ্লোর করেছেন। সবমিলিয়ে দেখার মত একটি মুভি।