ছর দুয়েক আগে ঘোষণা দেওয়া হয়েছিল ভারতীয় নারী ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ ’ তৈরির। যেটি পরিচালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খানের ‘রইস’-খ্যাত নির্মাতা রাহুল ঢোলাকিয়া। এতে মিতালি রাজের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।
তবে সম্প্রতি ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, গতকাল (২২ জুন) রাহুল ঢোলাকিয়া একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, তিনি সিনেমাটিতে কাজ করছেন না। এরপরেই প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম এইটিন ছবিটির পরিচালনার নতুন দায়িত্ব দেন কলকাতার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জিকে। গত বছর জানুয়ারিতেই প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক। মিতালির ট্রেডমার্ক স্ক্যোয়ার কাট খেলেছেন তাপসী। দুই চোখে দৃঢ় প্রত্যায় দলকে জেতানোর। ফ্লপি হ্যাট পরা তাপসীকে দেখে বোঝার প্রায় উপায় নেই যে সেটি মিতালি রাজ নয়। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে রানের মালিক। একমাত্র মহিলা হিসাবে ওডিআইতে ৬০০০ রান পেরিয়েছেন মিতালি।