নতুন সিনেমায় বিদ্যা সিনহা মিম

251

সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের পর দেশের প্রথম সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’-এ যুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ২০ জুন সন্ধ্যায় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে চুক্তি স্বাক্ষর করেন তিনি। সিনেমাটিতে মিমকে দেখা যাবে আইটি স্পেশালিস্ট হিসেবে।

নির্মাতা দীপংকর দীপন জানিয়েছেন, দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে গঠিত কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোগুলোতে তথ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া প্রযুক্তির দুনিয়ায় নারীদের অংশগ্রহণের হার খুবই কম। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নারীদের প্রযুক্তিক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে। প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের অংশগ্রহণে অনুপ্রেরণা তৈরিতে ছবিটিতে যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম।