মায়ের ভূমিকায় তার বিকল্প নেই। বহু নাটকে তার মাতৃত্ব ছুঁয়ে গেছে দর্শকের হৃদয়। বলছি কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের কথা। তার পিতার নাম রফিকউদ্দিন আহমেদ এবং মাতার নাম সিতারা বেগম। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর তারা বাংলাদেশের যশোর জেলায় চলে আসে। তবে ঘটনাক্রমে দিলারার শিক্ষাজীবন শুরু হয় ঢাকার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। স্কুলেই তার অভিনয়ের হাতেখড়ি হয়। সেখানে প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন। পরে তিনি ইডেন মহিলা কলেজে ভর্তি হন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক, সাহিত্যিক অনুবাদক ফখরুজজামান চৌধুরীকে ১৯৬৪ সালে বিয়ে করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করার সময় ডাকসুর নাটক মুনীর চৌধুরীর নির্দেশনায়, ডক্টর আলাউদ্দিন আল আজাদের লেখা ‘মায়াবী প্রহর’ নাটকে অভিনয় করেন। কিছুদিন তিনি চট্টগ্রামে অরিন্দম নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন এবং ঢাকায় এসে নাটক করতেন। ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। নাট্যচর্চার পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করতেন। বেশ কয়েকটি গল্পের বই লেখেন। শিক্ষা জীবন শেষ করে দিলারা জামান ক্যারিয়ার শুরু করেন শিক্ষিকা হিসেবে। তিনি শাহীন কলেজের শিক্ষিকা ছিলেন। সেখান থেকেই অভিনয় শুরু করেন। দেশে টেলিভিশন সম্প্রচার চালু হওয়ার দুই বছর পর ১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটক দিয়ে অভিনয় ক্যারিয়ারে শুরু করেন দিলারা জামান। এই নাটকে তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নাট্যকার মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী। দিলারার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। ১৯৯৩ সালে তিনি মোরশেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’-তে অভিনয় করেন। ২০০৮ সালে তিনি মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয় করে প্রথমবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বয়সের কাছে হার মানেননি দিলারা জামান। এখনো কাজ করে যাচ্ছেন। তাকে দেখা যাবে ‘বঙ্গবন্ধু’ সিনেমায়। এখানে তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা সায়রা খাতুনের চরিত্রে অভিনয় করছেন। নির্মাণাধীন ছবিটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল। এছাড়াও দিলারা জামানকে নিয়মিত দেখা যায় অভিনয়ে। গেল কয়েক বছরে তিনি আলোচনায় এসেছেন দেশের বেশ কিছু শীর্ষ ম্যাগাজিনের কভার গার্ল হয়ে। ৭৫ পার হয়েও দিলারা দেখা দিয়েছেন সুইট সিক্সটিন রূপে– যা বেশ চমক তৈরি করেছিল শোবিজে। দিলারা জামান ১৯৪৩ সালের আজকের দিনে (১৯ জুন) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।