এ দিকে আবার শ্রাবন্তীর তৃতীয় সম্পর্কও এখন অতীত । রোশন সিংয়ের থেকে আলাদা হয়ে গিয়েছেন গত বছর থেকেই । বিয়ের বছর খানেক গড়াতে না গড়াতেই রোশনের সঙ্গে মনোমালিন্য শুরু হয় নায়িকার । তাঁরা আলাদা থাকতে শুরু করেন । যদিও তার কারণ জানা যায়নি আজও । শ্রাবন্তীর সঙ্গে ভাঙা সংসার জুড়তে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন, তবে ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ‘মিষ্টি হাসির নায়িকা’ এই সম্পর্ককে আর টিকিয়ে রাখতে চান না । এর কারণ কি সেই চর্চিত প্রেমিক? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? উত্তর যাই হোক না কেন, নায়িকার জীবনে ফের প্রেমের ছোঁয়া লাগল কিনা, সেটা জানতেই উৎসুক শ্রাবন্তীর ভক্তকূল । মাস দুয়েক হল শ্রাবন্তীর নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে । বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী’কে নাকি মন দিয়েছেন নায়িকা । পরিচালক রাজীব বিশ্বাস, মুম্বইয়ের মডেল কৃষ্ণ ভিরাজ, মাল্টি জিমের মালিক রোশন সিংয়ের পর তা হলে কি এ বার অভিরূপের প্রেমে বাঁধা পড়লেন নায়িকা? জানা গিয়েছে, এই ব্যবসায়ী নাকি কলকাতার বিলাসবহুল হাউজিং অ্যাপার্টমেন্ট ‘আরবানা’তেই থাকেন । যেখানে থাকেন শ্রাবন্তীও। এই একই কমপ্লেক্সে থাকেন রাজ-শুভশ্রীও।