রানি মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণকে

311

এবার বলিউড যাত্রার পথে অভিনেতা অনির্বণ ভট্টাচার্য (Anirban Bhattachary)? শনিবার সকাল থেকে টলিপাড়ায় কান পাতলেশোনা যাচ্ছে এমনই গুঞ্জন। শোনা যাচ্ছে, রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherjee) বিপরীতে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে টলিউডের ‘খোকা’ অনির্বাণকে।  

অনির্বাণের বলিউড যাত্রার খবরে বেজায় খুশি অভিনেতার অনুরাগীরা। যদিও অভিনেতার বক্তব্য, ”এবিষয়ে এখনই কিছু বলতে পারব না।” জানা যাচ্ছে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটির পরিচালনা করবেন অসীমা ছিব্বর। যিনি কিনা এর আগে ‘মেরে ড্যাড কি মারুতি’র মতো ছবি পরিচালনা করেছেন। ছবিটির প্রযোজনা করছে জি স্টুডিও এবং এনমে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here