দেড় বছর পর ফিরলেন ঈশিতা। স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করলেন রুমানা রশিদ ঈশিতা। নাম ‘নট আউট’। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। একটি পরিবারের অপরাজিত যুদ্ধের গল্পই হচ্ছে ‘নট আউট’। এতে ঈশিতা অভিনয় করেছেন পরিবারের বড় মেয়ের চরিত্রে। রাজধানীর উত্তরায় গত শনি ও রোববার দু’দিন এর শুটিং হয়েছে। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রোমানা রশীদ ঈশিতাকে পর্দায় দেখা যায় না অনেকদিন। তবে ঈশিতা ভক্তদের জন্য সুখবর যে প্রায় দেড় বছর পর আবারো কাজে ফিরেছেন ঈশিতা। ঈশিতা ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, খাইরুল বাশার প্রমুখ। আগামী কোরবানি ঈদে একটি বেসরকারি টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা।