প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত প্রিয়মনি

239

৫ ফুট ৮ ইঞ্চির প্রিয়মনি নিজের উচ্চতা নিয়ে খুশি। নিজেকে ফিট রাখতে প্রতিনিয়ত করছেন জিম। প্রিয়মনির দুচোখের পাতায় এখন একটাই স্বপ্ন নিজেকে ভালো একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। যোগ করে এই অভিনেত্রী বলেন, ‘কসাই’ রিলিজ হওয়ার পর চলচ্চিত্রের গ্রুপগুলোতে আমাকে নিয়ে দর্শকদের যে উচ্ছ্বাস দেখেছি। আমি চলচ্চিত্রেই স্থায়ী হতে চাই। 

আত্মপ্রত্যয়ী প্রিয়মনি নিজের মেধা দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’তে জায়গা করে নেন সেরা ১০-এর লাইম লাইটে। এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েই আলোচনায় আসেন তিনি।

এরপর নজরকাড়া গ্ল্যামারের সুবাদে ডাক পান চলচ্চিত্রে। প্রথম সিনেমা রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘ভালোবাসার প্রজাপতি’। এতে প্রিয়মনির সহশিল্পী চিত্রনায়ক শিপন মিত্র। সিনেমাটির কিছু দৃশ্যের কাজ এখনও বাকি আছে।

তবে মুক্তির দিক থেকে প্রিয়মনির প্রথম সিনেমা অনন্য মামুন পরিচালিত ‘কসাই’। এবারের ঈদে সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। এ সিনেমা দিয়েই ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে হাসোজ্জ্বল প্রিয়মনির। সেখানে বেশ প্রশংসিত হয়েছে নবাগত এই নায়িকার অভিনয়।