প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী মিথিলা। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। বনদস্যুর গল্পে নির্মিত হয়েছে এটি। সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে অনন্য মামুন পরিচালিত ছবি ‘অমানুষ’ সিনেমার ফার্ষ্ট লুক।
এ ছবিতে নুদরাত নামে ভয়ডরহীন এক প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে; যিনি দেশের বাইরে থেকে ফেরার পর নানা ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেতে থাকেন।
মার্চে গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেছেন, “একটা মেয়ে দেশের বাইরে থাকে; দেশে আসার পর তার সঙ্গে অদ্ভূত সব ঘটনা ঘটতে থাকে। ওটাকে ঘিরেই গল্পটা এগিয়ে যায়। মেয়েটাকে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত ঘটনা কোন দিকে যায়-তার জন্য সিনেমাটা দেখতে হবে।”