আগামী মাসে ৬০-এ পা রাখতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়! পেশাও বদলাতে চলেছেন বলে খবর। চলতি মাসের শেষে লকডাউন উঠে গেলে তিনি যাজক ‘যোসেফ’। এ খবর তাঁর সামাজিক পাতাতেই রয়েছে। গত ১ মাসেরও বেশি সময় তিনি কোভিড যোদ্ধা হিসেবে অসহায়দের পাশে। আচমকা কেন এই পথ বদল? এত তাড়াতাড়ি তাঁর বয়সই বা বাড়ছে কী করে? অভিনেতার সামাজিক পাতা বলছে, সপ্তাশ্ব বসুর আগামী ছবি ‘জতুগৃহ’-তে তাঁকে নতুন ভাবে দেখতে পাবেন দর্শক। মঙ্গলবার আনন্দবাজার ডিজিটালকে পরিচালক জানিয়েছেন, ‘‘এই প্রথম পরমব্রত নিজের বয়সের থেকে অনেকটা এগিয়ে কোনও চরিত্রে অভিনয় করতে চলেছেন। আমার আগামী ছবিতে তিনি নিষাদগঞ্জের এক চার্চের ৬০ বছরের যাজক।’’
কেন ‘যোসেফ’ চরিত্রে অভিনয়ে রাজি হলেন পরমব্রত? সপ্তাশ্বের দাবি, অনুষ্কা শর্মার ‘পরি’ বা ‘বুলবুল’-এর মতো ভৌতিক ছবিতে অভিনয় করলেও বাংলা ছবিতে পরমব্রতকে ‘যোসেফ’-এর মতো চরিত্রে দেখা যায়নি। তাছাড়া, এই প্রথম তিনি নিজের বয়সের থেকে কমবেশি ২০ বছর এগিয়ে থাকা একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন। পরিচালকের আরও দাবি, ‘‘নিজেকে নিয়ে পরীক্ষা করতে ভালবাসেন পরমব্রত। সম্ভবত তাই চরিত্রের বর্ণনা শুনেই রাজি হয়ে গিয়েছেন।’’ চরিত্রের খাতিরে চেহারায় ভারিক্কি ভাব আনার পাশাপাশি বিশেষ সাজসজ্জাও করতে হবে তাঁকে। পরিচালকের কথায়, আপাতত এ গুলো সবই আলোচনার স্তরে রয়েছে। বিশেষ রূপসজ্জা হিসেবে প্রস্থেটিক মেকআপের কথা ইতিমধ্যেই ভেবেছেন তিনি।