ভারতীয় ওয়েব সিরিজ “TVF Aspirants”

347

Indian (2021) Web Mini Series: TVF Aspirants
Released on: YouTube
Genre: Drama
IMDb Rating: 9/10 (255K Votes)
Created by Arunabh Kumar, Shreyansh Pandey

বাংলাদেশ, অত্যন্ত ঘনবসতিপূর্ণ এক দেশ যা কম-বেশি সব ক্ষেত্রই অনেক প্রতিযোগিতামূলক। যেখানে টিপিক্যাল যে কোনো ক্ষেত্রে সাফল্য পাওয়া মানে হাতে যেন আকাশ ছুঁতে পারা।
যেখানে কয়েক বছরে মিলিওনেয়র হওয়ার স্বপ্ন দেখার পর্যন্ত স্পর্ধা থাকে না কারো, যেখানে অনেক হাইয়েস্ট অনারড জবসও পে করে না যথেষ্ট।
সেখানে ফিনানশিয়ালি সিকিউরড, হাইয়েস্ট অনার্ড টাইটেল, সবার সম্মানের চোখে তাকানো-ই বেস্ট এচিভমেন্ট বলে ধরা হয় সমাজে।
বিসিএস পরীক্ষার কথা বলছি। যদিও এটি শুধু একটা পরীক্ষা নয়, শুধু সিভিল সার্ভেন্ট হান্ট নয়।
এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রতি বছর লাখো তরুণ-তরুণীদের স্বপ্নের মাধ্যম, অনেক গরীব ঘরের তরুণ-তরুণীদের এক লাফে স্টেবল একটা লাইফ পাওয়ার স্বপ্ন!
নিজের পরিবারের মাথা উঁচু করা, নিজের আত্মীয়-স্বজনের মাথা উঁচু করা, সমাজে নিজের মাথা উঁচু করার মাধ্যম বিসিএস।

ভারতেও সিনারিওটা খুব আলাদা নয় বলে আমার মনে হয়। খুব সম্ভবত শুধু নামটাতেই তফাৎ। তাদের এই এক্স্যাম UPSC CSE বলে পরিচিত।
এত কিছু বকবক করলাম একটা মিনি সিরিজ নিয়ে কথা বলার জন্য।
“TVF Aspirants”

TVF লাস্টবার যখন Kota Factory বানিয়েছিলো, পাবলিক ভার্সিটি এডমিশন নিয়ে। প্রায় ইউটিউব ইন্ডিয়া ভেঙ্গে ফেলছিলো, IMDb’তে Top Rated TV of All Time এ ৬০তম র‍্যাঙ্ক হোল্ড করেছে।
তাদের আরো কিছু জনপ্রিয় সিরিজের মধ্যে Pitchers, Panchayat, Gullak অন্যতম।
টিভিএফ তাদের বাস্তব চরিত্র, বাস্তব জীবনের আবেগ-অনূভুতি ইউটিউবের বা ছোট স্ক্রিনে আনার জন্য অত্যন্ত জনপ্রিয়। আমার ব্যাক্তিগত পছন্দ ও ভালোবাসার সিরিজ ছিল, Pitchers.
এবারও তারা বল মাঠের বাইরে হিট করেছে। এবার তারা তাদের UPSC CSE ক্যান্ডিডেটস আর তাদের লাইফ স্ট্রাগল নিয়ে সিরিজ বানিয়েছে।
অবশ্যই এতে অন্য ড্রামাও আছে কিন্তু প্রয়োজনীয়, বলিউড ফিল্মি লাউড ড্রামা নয়-অতিরিক্ত সোপ অপেরা টাইপ ড্রামা নয়।
পুরো কাস্টের সবার অভিনয় ছিল আন্তর্জাতিক মানের। কারো অভিনয় হতাশ করবে না বলে আশা করি।
রাইটার্স, ক্রিয়েটর্স নিয়ে আর কি বলবো! অরুনাভ কুমার তো লেজেন্ড, শ্রেয়ান্স পান্ডেও টিভিএফ এর অনেক সিরিজের ব্যাকবোন ছিলেন।
এই সিরিজের ডিরেক্টর অপূর্ব সিং কারকি নিজেও UPSC aspirant ছিলেন। বুঝতেই পারছেন, যতটা সম্ভব বাস্তব জীবনমুখী একটা সিরিজ দেখতে পারবেন।
মাত্র ৫টা এপিসোড, এস্টিমেটেড রানটাইম ৩ ঘন্টা ৪০ মিনিট। পুরো সিরিজ ইউটিউবে দেখতে পারবেন ফ্রি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here