মুক্তি পাচ্ছে দীঘি অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’

299

শিশুশিল্পী হিসেবে পর্দা কাঁপিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার আসছেন নায়িকা হয়ে। বলছি সিনেমার মিষ্টি মেয়ে দীঘির কথা।

মুক্তি পেতে যাচ্ছে নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা। শাপলা মিডিয়ার ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দিয়েই অভিষিক্ত হচ্ছেন সুব্রত-দোয়েল দম্পতির কন্যা।

ছবিটির তত্ত্বাবধানে থাকা চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি সোমবার (১ মার্চ) ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি ১২ মার্চ সারাদেশের সিনেমা হলে মুক্তি পাবে।

তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।

নিজের প্রথম সিনেমা মুক্তির খবরে উচ্ছ্বসিত দীঘি। বলেন, ‘অনেক উত্তেজনা কাজ করছে। টেনশনও হচ্ছে। জানি না দর্শক কীভাবে গ্রহণ করবেন আমাকে। তবে প্রত্যাশা করছি ভালো একটি সিনেমা উপহার দিতে পারবো।’

এ সিনেমায় দীঘির বিপরীতে দেখা যাবে নবাগত শান্ত খানকে।

অনি/সিনেটিভি