অক্ষয় কুমার মানেই কোটি কোটি টাকার খেল। চিত্রনির্মাতা আনন্দ এল রাইয়ের পরের তিন দুর্দান্ত প্রকল্পের জন্য দেখা দেবেন এই বলিউড সুপারস্টার। আর সে জন্য একটা বড়সড় চুক্তিপত্র স্বাক্ষর করেছেন তিনি।
কিছুদিন আগে বলিউড পাড়ায় খবর ছিল, অক্ষয় কুমার আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ছবির জন্য ১২০ কোটি রুপি বা ১৪০ কোটি টাকা নিচ্ছেন। তবে এখন এই খবরের সত্যতা উঠে এসেছে। এই বলিউড তারকা আনন্দের সঙ্গে তিনটি ছবি করতে চলেছেন। ইতিমধ্যে আনন্দের ‘আতরঙ্গি রে’ আর ‘রক্ষাবন্ধন’ ছবির কথা প্রকাশ্যে এসে গেছে। তবে এই তিন ছবির তৃতীয় ছবিটির বিষয়ে এখনো কোনো খবর জানা যায়নি।
‘আতরঙ্গি রে’ ছবির কাহিনি বিহার থেকে শুরু হয়ে দক্ষিণ ভারতে শেষ হবে। বিহারের দৃশ্যগুলোর শুটিং হয়েছে উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের বেনারসের আশপাশে অধিকাংশ এলাকায় করা হয়েছে।
অক্ষয়–সারা ছাড়া ‘আতরঙ্গি রে’তে আছেন দক্ষিণের তারকা ধানুস। দেড় মাস পর অক্ষয় আনন্দের পরবর্তী সিনেমা ‘রক্ষাবন্ধন’–এর শুটিং শুরু করবেন।
অনি/সিনেটিভি