আগামী ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে সময়ের সেরা জুটি অপূর্ব ও মেহজাবিন চৌধুরী কী নিয়ে আসছে তা নিয়ে প্রশ্ন অনেকের। ভালবাসার গল্প ‘আয় ফিরে আয়’ নিয়ে আসছেন তারা। এস আর মজুমদারের পরিচালনায় ‘আয় ফিরে আয়’ এই নাটকে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন অপূর্ব ও মেহজাবিন।
সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি বাড়িতে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। রোমান্টিক গল্পের এ নাটকের গল্প রচনা করেছেন নির্মাতা এস আর মজুমদার নিজেই।
নির্মাতা জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি আগামী ১২ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে। পরবর্তীতে সাউন্ডকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
অনি/সিনেটিভি