বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার পরবর্তী সিনেমা ‘ডক্টর জি’। এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং।
এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অনুভূতি কাশ্যপেরও।
সিনেমাটিতে আয়ুষ্মান খুরানার চরিত্রের নাম ডা. উদয় গুপ্তা। আর রাকুলের চরিত্রের নাম ডা. ফাতিমা। তারা দুজনেই মেডিক্যালের শিক্ষার্থী। তবে রাকুল আয়ুষ্মানের সিনিয়রের চরিত্রে অভিনয় করবেন। এতে তাদেরকে রোমান্স করতে দেখা যাবে।
অনি/সিনেটিভি