কৌতুক শিল্পী হিসেবেই জনপ্রিয় তিনি। অথচ সুপারস্টারদের থেকে কম তো নয়ই, বরং বেশি পারিশ্রমিক নেন প্রযোজকদের থেকে। এ আবার কী কথা! এমনটাই ভাবছেন তো? অন্যান্য কমেডিয়ানরা পার্শ্ব চরিত্র হিসেবে ছবিতে থাকেন। তাঁরা পারিশ্রমিকও সেভাবেই পান। কিন্তু সরাসরি সুপারস্টারদের টেক্কা? সমীকরণটা এরকমই দাঁড়ায় দক্ষিণী কৌতুক শিল্পী ব্রহ্মানন্দমের ক্ষেত্রে।
বিশ্বের নিরিখে আজ পর্যন্ত সবচেয়ে বেশি ছবিতে অভিনয়ের রেকর্ড গড়েছেন তিনি। তাঁকে দেখা গিয়েছে প্রায় ১২০০ ছবিতে। এহেন নজির বলিউড, টলিউড এমনকি হলিউডেও নেই। তাই লিভিং লেজেন্ড হিসেবে গিনিজে জায়গা করে নিয়েছেন ব্রহ্মানন্দম। দর্শকের মনে তাঁর জায়গা হিরোদের থেকে কম নয়। আর তাই ছোটখাটো চরিত্রে তাঁকে রাখার জন্য কম করে ২ কোটি টাকা খরচ করতে হয় প্রযোজকদের। যেটা আর কোনও কৌতুক শিল্পী ভাবতেও পারেন না। উল্লেখ্য, গত বছর অভিনেতার সম্পত্তির পরিমাণ ৩৪০ কোটি টাকা ছুঁয়েছে।
অনি/সিনেটিভি