‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সংগীত পরিচালক শান্তনু মৈত্র

350

ভারতের কিংবদন্তি সুরকার শান্তনু মৈত্র ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন। বাংলাদেশের জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এই চলচ্চিত্রটির শুটিং দু‘দিন আগেই ভারতের মুম্বাইতে শুরু হয়েছে।

আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না-এলেও টিম বঙ্গবন্ধুর একটি সূত্রে জানা গেছে সংগীতকার শান্তনু মৈত্রই এই ছবির গানে সুর দেবেন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন।

ব্যক্তিগতভাবেও তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত গুণগ্রাহী, শেখ মুজিবের প্রতি অপরিসীম শ্রদ্ধাবোধও তার এই চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে জানা গেছে।

বস্তুত গত বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) যখন মুম্বাইয়ের একটি স্টুডিও-তে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের ‘মহরত’ সম্পন্ন হয়।

‘বঙ্গবন্ধু’র পরিচালক তথা বলিউডের বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে আগেও একাধিকবার কাজ করার অভিজ্ঞতা আছে শান্তনু মৈত্রর। বস্তুত শ্যাম বেনেগালের শেষ দুটি ফিচার ফিল্ম বা কাহিনিচিত্র, ‘ওয়েলকাম টু সজ্জনপুর’ ও ‘ওয়েল ডান আব্বা’- দুটি ছবিতেই সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন শান্তনু।

ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের।

অনি/সিনেটিভি