তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ও ‘ফাগুন হাওয়ায়’ নামে দুটি ছবি ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে বলে জানা গেছে। এ উপলক্ষে তিনি গত ২১ জানুয়ারি গোয়ায় গেছেন। ছবি দুটি প্রদর্শনীর সময় সেখানে তিনি উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, প্রতি বছরই এ উৎসবে বাংলাদেশের ছবি প্রদর্শিত হয়। এবারও আমার ছবিসহ বাংলাদেশের আরও কয়েকটি ছবি প্রদর্শিত হবে। এবারের উৎসবে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এটা আমাদের জন্য সম্মানের।
উৎসব থেকে ফিরেই তার নির্মিত নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’-এর শুটিং নিয়ে ব্যস্ত হবেন। পাশাপাশি তার পরিচালিত ‘রূপালি জোছনায়’ ধারাবাহিক নাটকেরও কাজ করার কথা রয়েছে।
অনি/সিনেটিভি