জন্মদিনে মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা সৌমিত্রের ‘বায়োপিক টিজার’

379

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৬ তম জন্মদিন আগামী ১৯ জানুয়ারি। এদিনই মুক্তি পেতে চলেছে তার বায়োপিক “অভিযান” এর অফিসিয়াল টিজার। সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে ‘সোনার পাহাড়’ নামের একটি সিনেমায় পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

সিনেমাটিতে অল্পবয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে যীশু সেনগুপ্তকে। তাছাড়া রবি ঘোষ এর চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। উত্তম কুমার এবং সুচিত্রা সেন এর চরিত্রে প্রসেনজিৎ এবং পাওলি দাম থাকতে পারে৷ মাধবী মুখোপাধ্যায়ের ভূমিকায় সোহিনী সরকারদের দেখা যাবে বলে শোনা যাচ্ছে। সম্ভবত সত্যজিৎ রায় এর ভুমিকায় কে থাকছে পরমব্রত নিজে। তাছাড়া নিজের ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায় তো রয়েছেই।

অল্প বয়সী সৌমিত্র চরিত্রে যিশু থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। বাকিগুলো নিশ্চিত কি না তা ঠিক জানা যায় নি।

অনি/সিনেটিভি