শেখ রাহাত হোসেন মুন্না
Movie: Maara
Language : Tamil
লাইফে দেখা কিছু মুভি থাকে যেগুলা মনের মধ্যে অনেক বেশি দাগ কেটে যায়। ঠিক তেমন একটা মুভি হচ্ছে মালায়লাম Charlie। আমি কখনই চাই নাই যে এই মুভির রিমেক হোক। কিন্তু এই Maara মুভিটা চার্লির রিমেক করেছে। যদিও আগেই এনাউন্স করেছিলো।
মুভির রিভিউ দেয়ার কিছু নেই, গল্প একি, সব কিছুই এক। তবে হ্যাঁ, ভেবেছিলাম আর ১০টা রিমেক মুভির মুভির মত গার্বেজ হতে পারে। তবে আর মাধাবান এর এক্টিং এতটাই ভালো ছিলো যে মুভির কোনো মুহুর্তেই চার্লির ফিলিংস থেকে ছিটকে গেছে। তবে হ্যা চার্লির আসলে বিকল্প হয় না। তবে রিমেক হিসেবে Maara মাচ বেটার।
অনি/সিনেটিভি