রাফি ইসলাম প্রিন্স
অনেকেই এনিমেটেড মুভি দেখলেই নাক ছিটকান বা বাচ্চাদের মুভি বলে তাচ্ছিল্য করেন তাদের জন্য উদাহরণ এই অসাধারণ কাব্যিক এই মুভিটি যেটা ২ টি অস্কারের পাশাপাশি আরও ৩৩ টি এওয়ার্ড জিতে নেয় কি ছিলো এই মুভিতে।
আফ্রিকার সাভানার জঙ্গলের সকলের পছন্দের রাজা মুফাসা। আর তার পুত্র সিম্বাকে ঘিরেই কাহিনি। যেখানে মুফাসা চায় তার ছেলে মৃত্যুর পরে রাজ্যের হাল ধরবে এবং ছোট সিম্বাও চায় বাবা মুফাসার মতো একজন সাহসী রাজা হবে। তবে প্রতাপ রাজা মুফাসাকে টক্কর দেয়ার কারও সাহস না থাকলেও তারই ভাই স্কার তার ক্ষমতা দখলের স্বপে বিভোর কিন্তু সে কখনই প্রকাশ্যভাবে মুফাসাকে চ্যালেঞ্জের সাহস পায় নি তবে নানা কৌশলে ঠিকই সে মুফাসাকে পেছন থেকে ছুড়ি মারে স্কার হায়েনা বাহিনীর সাথে সন্ধি করে একটা ঘৃন্য প্লানের মাধ্যমে রাজাকে হত্যা করে এবং সিম্বা কোনোভাবে বেঁচে যেতে সক্ষম হয়।
তবে পুরো রাজত্ব এখন স্কার আর তার হায়েনা বাহিনীর হাতে একপাশে স্কার এর বিশাল রাজত্ব আর বাহিনী আরেকদিকে ছোট সিম্বার সব হারিয়ে বেঁচে থাকার সংগ্রাম। শেষ পর্যন্ত কি হবে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে মুভিটা দেখতে হবে।
অনি/সিনেটিভি