ইউটিউব, জিমেইলসহ গুগলের অনেক সেবা ব্যবহারে সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে বাংলাদেশসহ বিশ্বব্যাপী এমন সমস্যা দেখা দেয়। এরপরই ডাউন ডিটেক্টর ওয়েবসাইটে তা জানাতে শুরু করেন সবাই।
গুগলের প্রিমিয়াম সেবা ওয়ার্কস্পেস (আগে ‘জি স্যুট’ নামে পরিচিত ছিল) ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানী ঢাকা থেকে ইউটিউব ও জিমেইল ব্যবহারে সমস্যা পাওয়া গেছে। তবে গুগল সার্চ যথারীতি চালু ছিল।
৬টা ৯ মিনিটে ৩৬ হাজারের বেশি ব্যবহারকারী গুগল ব্যবহারে সমস্যা পেয়েছেন বলে জানিয়েছেন ডাউন ডিটেক্টর ওয়েবসাইটে। কাছাকাছি সময়ে এক লাখের বেশি ব্যবহারকারী ইউটিউবের সমস্যার কথা জানিয়েছেন। তবে সাড়ে ছয়টার দিকে ইউটিউব ও জিমেইলের ওয়েবসাইটে গিয়ে সমস্যা সমাধান হয়েছে বলে মনে হয়েছে।
অনি/সিনেটিভি