‘ক্যাশ’ নামে একটি অ্যাকশনধর্মী সিনেমায় কাজ করতে যাচ্ছেন পূজা চেরি। ‘দেশা : দ্য লিডার’খ্যাত পরিচালক সৈকত নাসিরের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করবেন দহন খ্যাত নায়িকা । সম্প্রতি ‘ক্যাশ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নির্মাতা সৈকত নাসির এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ক্যাশ’ সিনেমায় পূজার নায়ক হিসেবে অভিনয় করবেন নিরব। সিনেমাতে আরও দেখা যাবে সাঞ্জ জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদ প্রমুখদের। এখানে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিলকে।
এদিকে এ সিনেমায় কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন পূজা নিজেও। তিনি বলেন, ‘খুব ভালো একটি গল্প। এখানে আমার চরিত্রেও বেশ চমক থাকছে। আমাকে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিকিউরিটি চিফ চরিত্রে দেখা যাবে। চেষ্টা করবো পরিচালকের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে।
‘ক্যাশ’র গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান। জানুয়ারী মাসের ৪ তারিখ থেকে এর শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।
অনি/সিনেটিভি