রিফাহ তাসফিয়া সূচি
রবার্ট ডাউনি জুনিয়রকে আমরা বেশিরভাগই সবাই Iron Man এর চরিত্র থেকেই চিনি। কিন্ত Sherlock Holmes সে আরও বেশি প্রশংসনীয় চরিত্র পালন করে। সে শুধু শারিরীকভাবেই শক্তিশালী হয়ে নয় বরং মুভিতে বুদ্ধিমান, চালাকচতুরের পরিচয় দেখিয়ে আপনাকে আরও বেশি মুগ্ধ করে দিবে। এমনকি এই মুভির জন্য তিনি Best Actor-Musical or Comedy হিসেবে Golden Globe Award ও লাভ করেন।
শালর্ক হোমল্স মুভি সিরিজ গুলো নিয়ে নতুন কিছু বলার নেই। এটি বিশ্বনন্দিত। মুভিটার কাহিনী শুরু হয় কিছুটা কালো জাদুর রহস্যময় মায়াজাল দিয়ে।
যখন নৃশংস হত্যার একটি ধারা লন্ডনকে আতঙ্কিত করে, কিংবদন্তি গোয়েন্দা শার্লক হোমস (রবার্ট ডাউনি জুনিয়র) এবং তার অপরাধ সমাধানে অংশীদার ডঃ ওয়াটসনের (জুড ল) একজন সিরিয়াল কিলার লর্ড ব্ল্যাকউডকে (মার্ক) কালো জাদু এবং নিরাপরাধ মানুষদের হত্যার অপরাধে ফাঁসি দেওয়া হলেও সে মৃতের মধ্যে থেকে আবার জীবিত হয়ে ফিরে আসে।
রহস্য সেখান থেকে আরও গভীর হতে শুরু করে। কিন্তু বুদ্ধিমান হোমস নানা প্রতিকূল মুহূর্তের সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত রহস্য সমাধান করতে সফল হয় যে বিজ্ঞান এর উপরে কিছু নেই।
যাদের থ্রিলার/একশন/রহস্যময় মুভি ভালো লাগে তারা অবশ্যই দেখতে পারেন।
অনি/সিনেটিভি