শরীফ রাজ এর কবিতা ‘তাহার অগোচর’

587

তাহার অগোচর

শরীফ রাজ

আমি খুঁজিয়াছি তাহারে ঐ বিস্তীর্ণ শতদলে ।
যুগ হইতে যুগান্তর, শেষ অপরাহ্নে ।

অনন্তর ভাসিয়াছি শূন্যে, খুঁজিয়াছি শত বিমুগ্ধে ।
সন্ধানে তাহার, আমি যাইনি কোথায়? গতদিন তৎকালে ।

খুঁজিয়াছি চেনায়, অচেনায়, যত আগন্তুক বেশে ।
পাইনি কোথাও বিস্তীর্ণ এই বাংলার কোন পর্ণকুঠিরে ।

খুঁজিয়াছি তাহারে অবিদিত অরণ্যের পুষ্পতরুতে।
গিয়াছি আমি সহস্র মাইল পেরিয়ে ঐ সাহারার মরুতে।

বিহঙ্গ যেমনি খুঁজিয়া বেড়ায় প্রকান্ড ঝড়ে হারানো তাহার ঘর
তেমনি খুঁজিয়াছি তাহারে দেশ দেশান্তর হইতে ঐ বিদর্ভ নগর

আমি পাড়ি দিয়াছি কত জলধি, প্রবাহিনী ।
খুঁজিয়াছি ভোরের শিশিরে তোমায় হে অজ্ঞাতবাসিনী !

শুনিয়াছি মধুকাল নাকি বসন্ত , খুঁজিয়াছি ঐ মধুমাসে শুধুই তোমারে।
দিবস – রজনী আমার ব্যর্থ করিয়া, সেখানেও রয়ে গেলে মোর অগোচরে।

শরীফ রাজ
সদস্য, স্বপ্ন সাহিত্য পর্ষদ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

অনি/সিনেটিভি