রাহিন চৌধুরী
ব্যাক্তিগত ভাবে আমি সৃজিত মুখার্জীর তেমন মুভি দেখিনি। কিন্তু Vinci Da (ভিঞ্চি দা) নিয়ে তার তৈরি করা তিনটি মুভি দেখা শেষ করলাম। তুলনামুলক ভাবে বাংলা মুভি শিল্পে থ্রিলার জনরা অনেক তলানিতে পড়ে রয়েছে। কিন্তু সৃজিত মুখার্জী সবাইকে একপাশে রেখে দুর্দান্ত সব থ্রিলার মুভি আমরা দর্শকদের সামনে একের পর এক হাজির করেই যাচ্ছেন। কথা বলব অভিনয় নিয়ে! রূদ্রনীল ঘোষ এক কথায় ফাটিয়ে দিয়েছেন। পাশাপাশি ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও অনেক ভালো অভিনয় করেছেন এই মুভিতে।
প্লট :
গল্পের কথক ভিঞ্চি দা একজন সাধারণ মেকআপ আর্টিস্ট।মেকআপ আর্টিস্ট হওয়া সত্ত্বেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনো সুযোগ পাননি।বিতারিত হতে হতে তিনি কোনঠাসা হয়ে পরেন ভিঞ্চি দা।
তারপর পাড়ার নাটকের দল আর কনের মেকআপ করে সন্তুষ্ট হতে হয় ভিঞ্চি দা কে। জমতে থাকে ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর ক্ষোভ।
কিন্তু তার অনেক ইচ্ছে ছিল ইতালিয় চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির মতো একটা মোনালিসা আঁকবে। আর তার চিত্রের মোনালিসা ছিল তার প্রেমিকা জয়া।
ঠিক এ রকম এক অবস্থায় আদি বৌস খুঁজে বের করে ভিঞ্চি দা কে। আদি বৌস প্রস্তাব দেয় ভিঞ্চি দা কে একটি মুভির মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য। প্রস্তাব শুনে খুশিতে ডগমগ ভিঞ্চি দা।
এক সেকেন্ড ও দেরি হয়নি ভিঞ্চি দার রাজি হতে। কিন্তু একি?
একটা ফাঁদে জড়িয়ে ভিঞ্চি দা। সংঘটিত হতে থাকে একের পর এক ক্রাইম।
এখন আপনাদের জানতে হবে যে পুরো মুভির শেষের দিকে এসে কী ঘটেছিল। জানতে হলে আপনাদের দেখতে হবে এই মাস্টারপিস মুভিটি।
তাহলে আর দেরি কিসের!
অনি/সিনেটিভি