ফারজানা টুম্পা
কিছুদিন আগে শাহরুখ খানের ‘জিরো’ মুভিটা দেখতে বসেছিলাম। সত্যি বলতে এমন অখাদ্য একটা মুভিতে তিনি কেন অভিনয় করলেন সেটাই ভেবে রাগ হয়েছিলো ভীষণ। শাহরুখ খানের সব মুভি আমার দেখা নেই। তবে শেষ যা কিছু মুভিতে তিনি অভিনয় করেছিলেন তার কোনোটাই আমার ঠিক মনে ধরেনি!
বেশ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তাই দেখতে বসলাম আশুতোষ গোয়ারিকা পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ২০০৪ সালের সিনেমা ‘স্বদেশ’। এবং সত্যি এবার আমি তৃপ্ত হয়েছি। খুব সাধারণ প্লট হলেও অসাধারণ উপস্থাপন, এ আর রহমানের কম্পোজিশনে দারুণ কিছু গান আর সেই সাথে সবার সাবলীল অভিনয় ভালো লাগার মাত্রাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
শাহরুখ খানের জন্মদিনে তার অভিনীত মুভি না দেখলে আর কীসের মুভি লাভার হলাম!
শুভ জন্মদিন কিং খান।
আরও ভালো কিছু মুভি উপহার দিন আমাদেরকে, গৎবাঁধা কাহিনি থেকে বেরিয়ে এসে নিজের প্রতিভাকে মেলে ধরুন আমাদের সামনে। আমাদের অপেক্ষাকে তৃপ্ত করুন আরও একবার।
অনি/সিনেটিভি