ঐতিহাসিক ‘জয় বাংলা’ পত্রিকার সম্পাদক মোস্তফা আল্লামার মৃতদেহ পুলিশ উদ্ধার করলো তাঁর ডেট্রয়েটের বাসা থেকে। যেদিন সাহিত্য সম্পাদক আবুল হাসনাত (কবি মাহমুদ আল জামান) চলে গেলেন, সেদিনই পরবাসে পড়ে ছিলো মোস্তফা আল্লামার নিথর দেহ!
সিলেটের বিয়ানীবাজারের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামা মুক্তিযুদ্ধের সময় জেনারেল এজি ওসমানীর ব্যক্তিগত সহকারীর দায়িত্বও পালন করেন।
ব্যক্তিগত জীবনেও ওসমানীর মতোই চিরকুমার মোস্তফা আল্লামা নব্বইয়ের দশকে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে।
নিঃসঙ্গ এবং নিভৃতচারী মোস্তফা আল্লামার আরেকটি পরিচয়, তিনি ক্রীড়া সংগঠক। নিজের নামানুসারে নিজ জেলায় প্রবর্তন করেছিলেন- ‘মোস্তফা আল্লামা গোল্ডকাপ’।
আরেক মুক্তিযোদ্ধা এবং দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের সাংসদ মাহবুব রব সাদী, বীর প্রতীক’এর সাথে একবার আমার আজিজ মার্কেটস্থ অফিসে এসেছিলেন এবং পরে আমার উপস্থাপিত ‘দৃষ্টি ও সৃষ্টি’ অনুষ্ঠানে বলেছিলেন- একাত্তরে কলকাতা থেকে ‘জয় বাংলা’ প্রকাশের স্মৃতিকথা। আজ তিনি স্মৃতি হয়ে গেলেন। মোস্তফা আল্লামার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করি।
অনি/সিনেটিভি