আজ শাহরুখ খানের জন্মদিন। ৫৫-তে পড়লেন বলিউড বাদশাহ। বলিউডের কিংয়ের জন্মদিনে প্রতিবারের মতো এবারও তাঁর ভক্ত, অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ছে।
জন্মদিন উপলক্ষে রবিবার রাত ১২টার পর থেকেই ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। বলিউডে একের পর সিনেমা, কখনও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আবার কখনও স্বদেশ কিংবা চলতে চলতে বা অশোকা। তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। জুহি চাওলা, মাধুরী দীক্ষিত থেকে করিশ্মা কাপুর, কাজল কিংবা ঐশ্বর্য রাই বচ্চন, করিনা কাপুর বা হালফিলের দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা বা আলিয়া ভাট। বি টাউনের প্রায় সব প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেন শাহরুখ। ফলে তাঁর জন্মদিনে অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়বে, সেটাই স্বাভাবিক।
সিনেটিভির পক্ষ থেকে বলিউড বাদশাহকে শুভেচ্ছা!
অনি/সিনেটিভি