সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুতে স্বজনপ্রীতি কিংবা নেপোটিজম নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে বলিউডে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকাকেই ধুয়ে দেন নেটিজেনরা। সালমান খানের বিরুদ্ধেও উঠেছিল এই অভিযোগ। তখন চুপচাপ ছিলেন সাল্লু ভাই। কিন্তু এবার গর্জে উঠলেন। বিগ বসের সেটে স্বজনপ্রীতির কথা উঠতেই ধুয়ে দিলেন একজনকে।
শোয়ের মাঝে রাহুলকে কটাক্ষ করে প্রশ্ন করেন সাল্লু ভাই। তিনি বলেন, ‘জান, তোমার জন্য তোমার বাবা কখনো কারও কাছে সুপারিশ করেছেন?’
উত্তরে কুমার শানুর ছেলে বলেন, ‘না স্যার, কখনোই নয়।’ এরপরই রাহুল বৈদ্যকে একহাত নিয়ে সালমান প্রশ্ন করেন, ‘রাহুল তোমার গান শেখার জন্য শিক্ষককে পারিশ্রমিক কে দিয়েছিলেন?’ এর উত্তরে চুপ ছিলেন রাহুল।
এরপরই সালমান খান বলেন, ‘আমার বাবা যদি আমার জন্য কিছু করেন, সেটা কি নেপোটিজম? রাহুলের কি এই ইন্ডাস্ট্রিতে পরিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে?’ উত্তরে জান বলেন, ‘না।’ আর তারপরই সালমান বলেন, ‘তাহলে রাহুলের থেকে বড় গায়ক তোমারই হওয়ার কথা। আজকে তোমার সন্তান যদি গায়ক হয়ে যায়, তাহলে কি তাকে নেপোটিজম বলবে? জোর করে কাউকে কিছু দিলেই হয় না, যার যোগ্যতা আছে সে–ই ইন্ডাস্ট্রিতে টিকে থাকে।’
অনি/সিনেটিভি