শুভ কামনা অর্ণব-সুনিধি

381

বাংলাদেশের সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে কলকাতার রবীন্দ্র সংগীতশিল্পী সুনিধি নায়েকের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল বেশ আগেই। এবার সংগীতশিল্পী অর্ণব বিয়ে করেছেন সুনিধিকে।

আসামে জন্ম নেওয়া সুনিধির সঙ্গে বিশ্বভারতীতে পরিচয় অর্ণবের। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর পড়েছেন সুনিধি।

অর্ণব এর আগে সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীকে বিয়ে করেন ২০০১ সালে। তারা একসাথে পড়াশোনা করেছেন শান্তিনিকেতনে। তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটে বিবাহের ৭ বছর পর ২০০৮ সালে। এবার সুনিধির সাথে গাঁটছড় বেঁধেছেন অর্ণব।

যুগল জীবনের জন্য শুভ কামনা অর্ণব ও সুনিধি।

অনি/সিনেটিভি