জামিনে মুক্তি পেলেন টোকন ঠাকুর

293

সরকারি দাবি আদায় আইনের মামলায় গ্রেপ্তার হওয়া কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান জামিনের আদেশ দেন।

টোকন ঠাকুরের আইনজীবী প্রকাশ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টোকন ঠাকুরকে দুই হাজার টাকা মুচলেকায় জামিন দেন আদালত। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়া হয় তাঁকে। গতকাল রাতে সরকারি সম্পত্তি তছরুপ (নষ্ট) করার অভিযোগে গ্রেপ্তার হন টোকন ঠাকুর।

উল্লেখ্য, সরকারি অনুদানের অর্থে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ‘কাঁটা’ গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছিলেন টোকন ঠাকুর। ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘কাঁটা’ ছবিটি।

অনি/সিনেটিভি