সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে কবি ও চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুরকে (৫০) গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ।
রবিবার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানার ওসি শ ম কাইয়ুম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, ঢাকা মহানগর আদালতের জারি করা (৩ অক্টোবর) গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে মামলা করেছিল তথ্য মন্ত্রণালয়। সরকারি অনুদানের অর্থে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ‘কাঁটা’ গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছিলেন টোকন ঠাকুর।
অনি/সিনেটিভি