রজনীকান্তের রেকর্ড ভাঙছেন থালাপতি!

286

তার পুরো নাম- জোসেফ বিজয় চন্দ্রশেখর। তবে ভক্তরা তাকে থালাপতি নামেই বেশি চেনেন। রজনীকান্তের পরে অনেকে বিজয় থালাপতিকেই বড় তারকা বলে মানেন।

কারণ বড়পর্দায় তার ছবি মানেই ব্লকবাস্টার হিট। যে কারণে বিজয়কে সিনেমায় নিতে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে চিন্তা করেন না দক্ষিণের পরিচালকরা।

এবার জানা গেল, নিজের ৬৫তম সিনেমায় অভিনয়ের জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বিজয়। আর এই পারিশ্রমিক নিয়ে নিজভূমির কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে পেছনে ফেলে দেবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খ্যাতিমান পরিচালক বেত্রিমারান পরিচালনায় একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বিজয়। আর সেই ছবির জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন তিনি। বিজয়ের এই প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছেন ছবিটির প্রযোজনা সংস্থা সান পিকচার্স। ছবির নাম এখনো ঠিক হয়নি।

জানা গেছে, বলি সুপারস্টার রজনীকান্ত ‘দরবার’ নামে একটি ছবিতে ৯০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এবার বিজয় ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে রজনীকান্তের রেকর্ডটি ভেঙ্গে ফেলবেন।

অনি/সিনেটিভি