বাবার পরিচিতদের খুঁজছেন লামিয়া

384

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডে গুলিতে নিহত হন চিত্রনায়ক সোহেল চৌধুরী। এইতো দু’মাস পরই তার মৃত্যুবার্ষিকী। বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে তাই কন্যার পরিকল্পনা। নায়ককন্যা লামিয়া চৌধুরী বাবার পছন্দের কেক তৈরি করতে চান। কিন্তু জানেন না- কী ধরনের কেক বাবা সোহেল চৌধুরী পছন্দ করতেন! ফলে বাবার ঘনিষ্টদের খুঁজছেন লামিয়া।

লামিয়া ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি এমন কাউকে খুঁজছি, যিনি আমার বাবাকে জানতেন। তাঁর জন্মদিন আসছে। তাঁকে স্মরণ করে আমি একটি কেক তৈরি করতে চাই। যার স্বাদ ব্যক্তিগতভাবে নিতে চাই। কিন্তু বাবা মিষ্টিজাতীয় জিনিস পছন্দ করতেন কি করতেন না সে বিষয়ে কিছুই জানি না।’

বাবার সঙ্গে দুটি স্মৃতি উল্লেখ করে লামিয়া আরো লিখেছেন : ‘বাবার সঙ্গে আমার মিষ্টিজাতীয় খাবারের দুটি স্মৃতি রয়েছে। একটি হলো— যখন বাবা আমাকে তাঁর বন্ধুর বাসায় নিয়ে যেতেন, তখন এক গ্লাস সবুজ জুস পান করতে দিতেন। আরেকটি হলো— স্কুল শেষে যখন তাঁর বাসায় গিয়েছি তখন হার্শির চকোলেট সিরাপ, স্ট্রবেরি সিরাপের সঙ্গে ভ্যানিলা আইসক্রিম খেতে দিতেন। সত্যি বলতে, হার্শের সিরাপ দিয়ে কেক বানাতে চাই না।’

সবার প্রতি আহ্বান জানিয়ে লামিয়া লিখেছেন, ‘আপনি যদি তাঁকে (সোহেল চৌধুরী) ব্যক্তিগতভাবে জানেন। তাঁর সঙ্গে ভ্রমণ করে থাকেন, একসঙ্গে খেয়ে থাকেন, সময় কাটিয়ে থাকেন, তিনি যা খেতে পছন্দ করতেন তাঁর কোনো স্মৃতি যদি থাকে, তবে দয়া করে আমাকে জানান। আমি জানি তাঁর অনেক বন্ধু এবং পরিচিতজন আমাকে অনুসরণ করেন। মাঝে মাঝে তাঁর সম্পর্কে মজাদার তথ্য দিয়ে থাকেন। এ ছাড়া আত্মীয়-স্বজন যাঁরা আমার তালিকায় রয়েছেন, তাঁরাও জানাতে পারেন। আমাকে সহযোগিতা করুন।’

অনি/সিনেটিভি