প্রকাশ হলো হরিবোল সিনেমার থিম সং

633

শারদীয় দুর্গোৎসবের শুরুতেই প্রকাশ হয়েছে ‘হরিবোল’ সিনেমার থিম সং। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের অগ্নিবীণা থেকে এটি প্রকাশ করা হয়েছে।

আনিসুজ্জামান নিবেদিত ও বলেশ্বর ফিল্মস প্রযোজিত ‘হরিবোল’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক।

‘বন্ধু এ মনে ভয় কাটে’ শিরোনামে থিম সংটির গীতিকার, সুরকার ও মিউজিক ডিজাইন করেছেন ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ অংশুমান। গকণ্ঠ দিয়েছেন অংশুমান, অর্পিতা, সিঞ্জিনী, অরুন্ধতি ও অনিমেষ।

পরিচালক রেজা ঘটক বলেন, করোনার প্রকোপ কাটিয়ে শান্ত-স্বাভাবিক পৃথিবীতে ভালো কোনো উপলক্ষে মুক্তি পাবে ‘হরিবোল’ সিনেমাটি।

অনি/সিনেটিভি