আবারও পৌনে ২ কোটি টাকা দিলেন বাহুবলী

295
প্রভাষ

আতিক এম রহমান

পর্দার ‘বাহুবলী’র বড় হৃদয়ের পরিচয় আগে থেকেই। করোনা মোকাবিলায় অনুদান হিসেবে ইতিমধ্যেই দিয়েছেন পাঁচ কোটি টাকা। এবার দিলেন আরও প্রায় পৌনে দুই কোটি। বলছি দক্ষিণ ভারতে জনপ্রিয় নায়ক প্রভাসের কথা।

অনুদান হিসেবে এর মধ্যে সাড়ে তিন কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর করোনা তহবিলে। ৭৫ লাখ করে টাকা দিয়েছেন অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর করোনা ফান্ডে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর তহবিলে এবার আরও ১ কোটি ৭২ লাখ টাকা দিলেন মিস্টার বাহুবলী। এতে করোনা তহবিলে শুধু সরকারি ফান্ডেই প্রভাস দিলেন প্রায় ৭ কোটি টাকা।

মহামারিতে ভেঙে পড়েছে বিশ্ব অর্থনীতি। করোনা মোকাবিলায় ভারতের অর্থনীতি ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী ও রাজ্য সরকার দেশের সামর্থ্যবান লোকজনকে সাহায্য করতে বলেন। তারই অংশ হিসেবে দ্বিতীয় দফায় সরকারি তহবিলে অর্থ দিলেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাস।

প্রভাস কেবল দক্ষিণ ভারতেরই নয়, ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক গোনা তারকাদের মধ্যে অন্যতম। লকডাউনের পর প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সবচেয়ে বড় বাজেটের ভারতীয় ছবি হতে চলেছে। এর আগে প্রভাসের ‘বাহুবলী’ উল্টেপাল্টে দিয়েছিল ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস। সর্বকালে সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি এটি।

অনি/সিনেটিভি