গ্লোবের ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়

290

অনি আতিকুর রহমান

গ্লোব বায়োটেক লিমিটেড আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের আবিষ্কার করা তিনটি ভ্যাকসিনকে তালিকাভুক্ত করেছে। সেগুলো হলো- D614G Variant mRNA vaccine, DNA plasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine। গ্লোবের ভ্যাকসিনের নাম ব্যানকোভিড।

উল্লেখ্য, গ্লোব বায়োটেক-ই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যাদের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন ক্যান্ডিডেটের তালিকাতে রয়েছে। গত ৫ অক্টোবর গ্লোব জানিয়েছিল, প্রাণিদেহে তাদের ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে, এখন হিউম্যান ট্রায়ালে যওয়ার জন্য প্রস্তুত।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, সব ঠিকঠাক থাকলে, সরকারের সার্বিক সহযোগিতা পেলে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে আসবে।

এএমআর/সিনেটিভি