গত সপ্তাহে করোনা আ’ক্রান্ত হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এ খবর জানিয়েছিলেন। এবার জানা গেলো সংগীতশিল্পী-অভিনেতা তাহসানেরও করোনা পজিটিভ।
তারা দুজনই গত সপ্তাহে ‘মানি মেশিন’ নামে একটি ওয়েবভিত্তিক প্রযোজনায় একসঙ্গে কাজ করছিলেন। বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন তারা।
তাহসান বলেন, ‘যেহেতু আমরা তিশার সঙ্গে কাজ করেছি, তাই নিয়ম অনুসারে আমরা সবাই আইসোলেশনে চলে যাই। এরমধ্যেই দেখি, আমার শরীরেও করোনার হালকা উপসর্গ আছে। তাই দ্রুত টেস্ট করি। এবং ফল পজিটিভ আসে। বর্তমানে সেলফ আইসোলেশনে আছি।’
এর আগে গত সপ্তাহে হঠাৎ সেই শুটিং থেকে বিরতি নেন তিশা। পরে তিশা জানান, তিনি করোনায় আ’ক্রান্ত।
তিশা বলেন, ‘এমনিতে ভালো আছি। জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছি।’