সিনে টিভি ডেস্ক: দেশ বরেণ্য অভিনেত্রী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা শমী কায়সার বিয়ে করেছেন। বর রেজা আমিন সুমন পেশায় একজন ব্যবসায়ী। নতুন জীবনে সুখ সমৃদ্ধি আসুক। বাংলা সিনেমা প্রেমী পরিবারের পক্ষ থেকে শুভকামনা।
উল্লেখ্য যে, এটা তার তৃতীয় বিয়ে। এর আগে তিনি কলকাতার রিঙ্গো নামের একজন নির্মাতাকে বিয়ে করেছিলেন। তারপর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক মো এ আরাফাতকে বিয়ে করেছিলেন।
