এই ওয়েব সিরিজে ভিলেন হিসেবে থাকছে ছোটো পর্দার জনপ্রিয় মুখ আরফান নিশো।
ওয়েব সিরিজ টির মূল ভূমিকায় অভিনয় করবেন সিয়াম আহমেদ আর মূল নারী চরিত্রে দেখা যাবে মাহিয়া মাহি কে, সাথে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান কে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।
মডেল তিন্নির খুন নিয়ে তৈরি হবে এই ওয়েব সিরিজটি, তবে এটা পুরোপুরি তিন্নির খুন হওয়া নিয়ে তৈরি হবে না, এটা শুধু মাত্র তিন্নির খুন হওয়া থেকে ইন্সপায়ার্ড আর এই ওয়েব সিরিজ টির কাহিনি কিছুটা ভিন্ন হবে।
এই ওয়েব সিরিজের মূল আকর্ষণ থাকবে আরফান নিশোর ক্যারেক্টর, ভিলেন হিসেবে আরফান নিশো কেমন করে সেটা দেখার পালা।