জানি না, মানি না

302

কী আবেশ ছড়ালে…মায়া যে বাড়ালে.. জানি না

ধূ ধূ মরুতে, এসো তুমি একফোঁটা জল হয়ে
বালির বুক চিরে, ভালোবাসার নদী যাক বয়ে।
তোমার পরশে, মরীচিকা মরেছে মরুতে।
এসো আজ পাড়ি দিই, কানাগলির পথভোলা শুরুতে।

কী আবেশ ছড়ালে.. মায়া যে বাড়ালে.. জানি না..

নির্ঘুম রাতে একাকী ডেকে যায় কুহকী..
রাতের তারারা, ছন্দে দিশেহারা, এটা কি মোহ কী!
পাখির গানেতে, ফুলের প্রাণেতে আবেগী ঘণ্টা..
জলরাশির ঢেউয়েতে কেন যে মেতেছে উত্তাল মনটা!

আবেগের আড়ালে হাতটা বাড়ালে, কেন যে জানি না..
বিবেকের দহনে, হৃদয়ের গহনের মিলটা মানি না..
কী আবেশ ছড়ালে.. মায়া যে বাড়ালে.. জানি না..

ভালোলাগার মোহনা, হৃদয়ের গহনায় সাজে কি?
ভোরের শিশিরে, রোদের নুপূরে ছন্দ বাজে কি?
সিক্ত বাতাসে, রিক্ত চাওয়াতে মন মাতে কেনযে জানিনা
ভুল করে ভুল পথে, মন কেন চলে যায়? মানি না..

কী আবেশ ছড়ালে..মায়া যে বাড়ালে… জানি না..

তাহমিনা তাবাসসুম