রাজ চক্রবর্তীর নতুন সিনেমা হাবজি গাবজি

284

আসছে, বড়দিনে ছোট্ট মনের ওপর ফোনের বিষম চাপের গল্প ‘হাবজি গাবজি’ নিয়ে আসছেন নির্মাতা রাজ চক্রবর্তী।অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন প্রখ্যাত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ।
শীঘ্রই দেখা যাবে এই মুভির ট্রেইলার।আশা করছি,সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত একটি চমৎকার মুভি উপহার পেতে চলেছে দর্শকমহল।
সম্প্রতি এই সিনেমার নায়িকা শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী দম্পতি পুত্র সন্তানের মা বাবা হয়েছেন।